শুক্রবার, ১০ জুলাই, ২০১৫

ট্রেকিং নাকি ট্র্যাকিং ?


পাহাড়ে ঘোরাঘুরির নেশায় আমাকে পেয়েছে অপেক্ষাকৃত বুড়ো বয়সে। বুড়ো বলাটাই যুতসই হবে কারণ ঘুরতে গিয়ে এই কম্যুনিটির এমন কিছু মানুষের সাথে পরিচিত হবার সৌভাগ্য হয়েছে যাদের অনেকে বেশ কমবয়স থেকেই বনবাদাড়-পাহাড়জঙ্গলে ঘুরে বেড়ানো (বলা ভালো দাবড়ে বেড়ানো) শুরু করেছেন। ভাবলে মাঝেসাঝে আফসোস হয় কেন যে আরো আগেভাগেই এসব শুরু করলাম না; এতদিনে কত জায়গা ঘোরা হয়ে যেত তাহলে!

পাহাড়ের টানে মাতাল হবার পর থেকে বুনো পাহাড়, পাথুরে জংলা ঝিরিপথ অথবা বিরান সব উপত্যকা আমাকে যতটা টানে, তার সিকিভাগও আকর্ষণ বোধ করিনা না জাঁকজমকপূর্ণ হোটেলে রাত কাটিয়ে ফিটফাট বাবু সেজে গাড়ি হাঁকিয়ে নতুন কোথাও ঘুরে বেড়ানোতে। দিনভর (অথবা রাতেও) তপ্ত সূর্য কিংবা প্রবল ঝড়তুফান মাথায় করে হেঁটে যৎসামান্য খেয়ে দিন পার করে দেওয়াতে যতটুকু তৃপ্তিবোধ আসে, শহুরে ঝাঁ চকচকে রেস্তোরাঁর দামি আর গালভরা নামধারী সব খাবারে তা আর পাই না আজকাল। কয়েকদিনের ছুটি পেলে আগে যেখানে ঘরেই শুয়েবসে বা বন্ধুবান্ধবদের সাথে আড্ডাবাজিতে হাতিঘোড়া মেরে কিংবা কাছেপিঠেই কোথাও হাল্কা ঘোরাঘুরিতে কাটিয়ে দিতাম; সেসব ছুটিতে এখন চোখ বুজে ছুট লাগাই পাহাড়ে। ক্যালেন্ডারের পাতায় ছুটির দিনগুলো মিলাই আর বুড়ো শিয়ালের মত তক্কে তক্কে থাকি অপেক্ষায়!

অবাধ তথ্যের এই যুগে ঘোরাঘুরির দরকারি খোঁজখবর অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি সহজলভ্য হওয়ার সুবাদে আজকাল অনেকেই আগ্রহী হয়ে উঠছেন ট্যুরিস্ট স্পট হিসেবে স্বল্পপরিচিত (কিংবা একবারেই অপরিচিত) সব জায়গা এবং অপ্রচলিত ভ্রমণ পন্থায়। ফলাফল - সার্ফিং, কায়াকিং, র‍্যাফটিং, সাইক্লিং, বাইকিং, ট্রেকিং, ক্যাম্পিং, র‍্যাপেলিং ইত্যাদি শব্দগুলো আশেপাশে শুনলে মোটামুটি বছর দশেক আগেও আমরা যতটা অবাক হতাম, এখন ততটা হই না আর। তবে অপ্রচলিত এসব ভ্রমণে আমরা অনেকে আগ্রহী হলেও এগুলোর সংজ্ঞা নির্দেশক পারিভাষিক শব্দগুলো নিয়ে আমাদের রয়েছে সম্যক জ্ঞানের অভাব। বিচ্ছিন্ন এসব চিন্তা থেকেই খুচরো এই ব্লগের অবতারণা।


আজ লিখব ট্রেকিং নিয়ে। বাস্তব অভিজ্ঞতায় দেখেছি, সামান্য এই ট্রেকিং শব্দটির অর্থ এবং উচ্চারণ নিয়েও আমাদের ভেতরে রয়েছে ভুল ধারণা।

উইকি বলছে, ট্রাভেলিং বা ঘোরাঘুরির ক্ষেত্রে ট্র্যাক (Track) বলতে সাধারণত কোনো রাস্তাকেই বোঝানো হয়। আরবেশ কিছু নামে এই শব্দটি পরিচিত। যেমন, ট্রেইল, রুট বা সহজ বাংলায় পথ, রাস্তা ইত্যাদি।

অপরদিকে ট্রেক (Trek) বলতে মূলত কাঁধে ব্যাকপ্যাক ঝুলিয়ে বনবাদাড়, পাহাড় মোটকথা মনুষ্যবসতি থেকে দূরে কোথাও হারিয়ে যাওয়াকে বোঝায়। ট্রেক শব্দটি অঞ্চল আর ক্ষেত্রবিশেষে ব্যাকপ্যাকিং, হাইকিং, বুশওয়াকিং ইত্যাদিও নামেও পরিচিত। এক্ষেত্রে যাতায়াতের মাধ্যম অবশ্যই পাট্রেক শব্দের কোনো যুতসই বাংলা আমার জানা নেই। ডিকশনারিতে ট্রেক শব্দের দায়সারা অর্থ দেখলাম ভ্রমণ।


এবারে আসা যাক উচ্চারণ প্রসঙ্গে।

'ট্র্যাক' উচ্চারণ করতে গেলে আমরা মনে করতে পারি 'ক্র্যাক' শব্দটার কথা। আবার 'ট্রেক' উচ্চারণ করার সময় মাথায় রাখতে পারি 'ব্রেক' শব্দটার কথা। জাস্ট উদাহরণ দিতে গিয়ে এখন এই শব্দদুটোর কথা মাথায় এল; আরও অনেক শব্দ আছে তো অবশ্যই। ট্র্যাক এবং ট্রেক শব্দদুটোর সঠিক ইংরেজি উচ্চারণ শুনে নিতে পারেন যথাক্রমে এখানে এবং এখানে। দু'টো শব্দই বিশেষ্য। এদের শেষে ing যোগ করে দিলেই তারা ক্রিয়াপদ হিসেবে কাজ করবে।

বাক্য দিয়ে উদাহরণ দিলে ব্যাপারটা আরও একটু পরিষ্কার হবে।

"পটিয়া থেকে বান্দরবান 'ট্রেকে' একটা সময় বুঝলাম আমরা ভুল 'ট্র্যাকে' চলে এসেছি।"

অর্থাৎ, ভেঙে বললে বাক্যটা দাঁড়ায়,

"পটিয়া থেকে বান্দরবান 'হেঁটে পাড়ি দিতে গিয়ে' একটা সময় বুঝলাম আমরা ভুল ‘পথে’ চলে এসেছি।"

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন